দেবহাটা ব্যুরো : “বাড়িতে এসি না লাগিয়ে বাড়ির আঙিনায় গাছ লাগান” এই ¯েøাগানকে মনে প্রাণে বিশ্বাস করে দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের পক্ষ থেকে ২৯শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে।
দেবহাটা সদর ইউনিয়নের আওতায় উক্ত বৃক্ষ রোপণ অভিযানে আমাদের টিম মানবিক পরিবারের সভাপতি এইচ এম মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল মোল্যা, আমাদের টিম মানবিক পরিবারের প্রতিষ্ঠতা সভাপতি ও পরিচালক শেখ মনিরুল ইসলাম, উপদেষ্টা দিলিপ দাশ নীল, সহ-সভাপতি সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, সহ-সম্পাদক মোস্তাকিম হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক তারেক মনোয়ার, নারী বিষয়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া এবং সদস্য নুসরাত জাহানসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সমন্বয় করেন আমাদের টিম মানবিক পরিবারের সমন্বয়কারী মাসুম বিল্লাহ।
এসময় প্রধান অতিথি বৃক্ষ রোপনের মাধ্যমে একটি সুন্দর সবুজ দেশ গড়ার সাথে সাথে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এই অভিযানকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী ঘোষিত সকল পতিত ও ফেলে রাখা জায়গায় গাছ লাগানোর আহবান জানান।