শেখ মনিরুল ইসলাম : ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল তিনটায় আলবারাকা শপিং সেন্টারের পিৎজা মিলানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্ধন টেলিমিডিয়ার সভাপতি কৃষিবিদ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও আশিকুল আলম আশিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাট্য অভিনেতা অতুল কুমার ঘোষ, নাট্য পরিচালক মুছা করিম, নাট্য অভিনেতা সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, সহকারি অধ্যাপক ফরিদউদ্দীন মাসুদ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ইব্রাহিম হোসেন, সহকারি নির্মাতা আছিফুল আলম আছিফ, সাহিত্যিক রুহুল আমিন ময়না, প্রভাষক ছন্দা রাণী মন্ডল, নৃত্য শিল্পী শহিদুল ইসলাম, মনিরা খাতুন, অভিনেতা কর্ণ বিশ্বাস কেডি, আলমগীর আলম, কন্ঠশিল্পী হযরত আলি, আয়াতুল্লাহ প্রমুখ।
ঐ সময় উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে নাম ঘোষণা করা হবে। বক্তারা বলেন, টিভি নাটক শিল্পীদের প্রতিভা বিকাশ উন্নয়নে সহায়ক।