এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারস্থ বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও নবনির্বাচিত সভাপতি মো. ফারুক হোসেন মিঠুর সভাপতিত্বে ২৯সেপ্টেম্বর শুক্রবার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকল সাধারণ সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায় সমিতির উন্নয়ন, হিসাব সংরক্ষণ, উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা এবং সদস্যদের সমবায়ের প্রতি উদ্ধুদ্ধ করণে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মো. হাসান মাহমুদ চৌধুরী। বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর নির্বাচন কমিটি-২৩ এর অন্যতম সদস্য শিক্ষক মোমতাজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী।
সমবায় আইন অনুযায়ী সকল প্রকার নির্বাচনী ব্যবস্থা গ্রহণপূর্বক নি¤œরূপ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সভাপতি মো. ফারুক হোসেন মিঠু, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম খাঁ, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, কোষাধ্যক্ষ মো. শাহিনুর রহমান, নির্বাহী সদস্য এস এম আমীরুল ইসলাম এবং আশরাফুজ্জামান সেহাগ । উক্ত নির্বাচিত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আল কালাম আবু অহিদ বাবলু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ ডাবলু।