নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট আকষ্মিক পরিদর্শণ করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে যান। এসময় ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট ইনচার্জ মো. মাজরিহা হোসাইন ও ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের টুআইসি শেখ জুয়েল আহমেদসহ ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এর কর্মকর্তারা খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।