দেবহাটা ব্যুরো : “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে জাতীয় কন্যা শিশু দিবসে কায়পুত্র সম্প্রদায়দের নিয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১অক্টোবর রবিবার বেলা ৩টায় দক্ষিন আলিপুর ফুটবল মাঠ সংলগ্ন সেভ দ্য চিল্ড্রেনের আয়োজনে শিশু সুরক্ষা নেটওয়ার্কের সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামানের সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্স এর অফিস ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের ও.সি.সি প্রোগ্রাম অফিসার আবু হাই সিদ্দিক। এসময় আরোও উপস্থিত ছিলেন, শিশু নেটওয়ার্কের সদস্য ও জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ঋশিল্পী ইন্টারন্যাশনাল এর প্রোজেক্ট ম্যানেজার যোষেক খাঁ, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার দেবহাটা উপজেলা প্রতিনিধি ও সি ডবিøউ এস এর লিয়াজো অফিসার মোঃ রুহুল আমিন, ব্রকিং দ্য সাইলেন্স এর প্রোজেক্ট কো-অডিনেটর মেহেদী হাসান, বরসা এনজিওর সহকারী পরিচালক ও দৈনিক কালের চিত্রের বিশেষ প্রতিনিধি নাজমুল আলম মুন্না, এন.সি.টি.এফ এর সাতক্ষীরা সভাপতি শেখ মিফতাহুল জান্নাত, সেভ দ্য চিল্ড্রেনের এন.সি.টি.এফ এর সদস্য ইয়ুথ ভলেন্টিয়ার মাসুদ রানা, ব্রেকিং দ্য সাইলেন্স প্রোজেক্ট অফিসার সাজেদা হোসেন, কমিউনিটি সোশাল মোবিলাইজার হুমাইরা জামান প্রমুখ। এসময় কন্যা শিশুর অধিকার, মানব পাচার প্রতিরোধ, বাল্যাবিবাহ প্রতিরোধ এবং কায়পুত্র সম্প্রদায়ের অধিকার নিয়ে আলোচনা এবং কায়পুত্র সম্প্রদায়ের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় ।