আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এড. তামিম আহম্মেদ সোহাগ প্রমুখ। বর্ধিত সভায় উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী সংসদ নির্বাচনে সংসদীয় আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান জেলা যুবলীগ নেতৃবৃন্দ।