নিজস্ব প্রতিনিধি : গতকাল শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা মাগুরা জেলা শহরের সুর্যমুখী শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক সুখেন রায়ের সভাপতিত্বে ও বিভাগীয় কমিটির সদস্য সচিব যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সঞ্চালনায় মূল বক্তা ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
বেলা এগারোটা হতে বিকেল সাড়ে পাচটা পর্যন্ত অনুষ্ঠিত এ সাংগঠনিক কর্মশালায় খুলনা বিভাগের দশটি জেলা হতে ১২০ জন উদীচীর বিভিন্ন পদের সদস্যগন অংশ গ্রহন করেন। সাতক্ষীরা হতে উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কালিগঞ্জ শাখা সংসদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চক্রবর্তী, শ্যামনগর শাখা সংসদের সদস্য সচিব এ্যাড. লিয়াকত আলি, সাতক্ষীরা জেলা সংসদের নাট্য সম্পাদক মনিরুল ইসলাম ও সদস্য ফারুক হোসেন সোহাগ উক্ত কর্শালায় যোগদান করেন।