এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে ২ অক্টোবর সোমবার আকর্ষ্মিক পরিদর্শন করলেন সাতক্ষীরা সদর উপজেলা ভূমি কর্মকর্তা আইরিন সুলতানা। পরিদর্শন কালে তিনি ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তিনি ভূমি অফিসের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
সেবাপ্রার্থী সাধারণ মানুষ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের নিকট থেকে কাঙ্খিত সেবা পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। সাধারণ সেবা প্রত্যাশীরা যাতে কোন রকম হয়রানি না হয় সেজন্য অনলাইনে সেবা গ্রহণ করার জন্য গ্রহিতাদের উদ্বুদ্ধ করতে নিরলস ভাবে কাজ করার জন্য জোর তাগিদ দিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে তিনি ধুলিহর ভূমি অফিসের আওতাধীন সরকারি সব খাস সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করে অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী ইজারা/বন্দোবস্ত দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে জোরালো ভ‚মিকা পালন করার নির্দেশ দেন। এসময় ভ‚মি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।