সাগর ইসলাম, ফিংড়ী প্রতিনিধি : কুলতিয়া টু হাবাসপুর মেইন রোডের বেহাল দশা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুলতিয়া টু হাবাসপুর মেইন রাস্তার পিচ খুডে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বিগত কয়েক বছর আগেই পিচের কাজ হয়।
কিন্তু দুঃখের বিষয় পিচের গুণগত মান খারাপ কম দেওয়ায় বছর না যেতেই সেই রাস্তার পিচ বৃষ্টির সঙ্গে উঠে যেয়ে সেখানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে এলাকার জনসাধরণের চলাচলের বড় ধরনের ভোগান্তির সম্মুখিনে পড়তে হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মানুষ তাদের জিবিকা নির্ভায়ের জন্য ভ্যান, ইজিবাইক, মটর সাইকেল চলাচল করে জীবিকার জন্য। রাস্তায় গর্ত হওয়ায় প্রতিনিয়ত ভ্যান ভেঙ্গে পড়ছে।
এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত জি ফুলবাড়ি আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল করতে হয়। গোবরদাঁড়ী দাখিল মাদ্রাসা, ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজ, গোবরদাঁড়ী স্কুল এন্ড কলেজ সহ বুধহাটা বাজার, চাঁদপুর বাজার, এমনকি মেইন রাস্তায় ইজিবাইক চালানো নিষেধাজ্ঞা থাকায় বুধহাটা হতে হাবাসপুর হয়ে কুলতিয়া দিয়ে সাতক্ষীরা যাওয়ার রাস্তা এটি, এই রাস্তা দিয়ে প্রতিদিন আনুমানিক দুই শত ইজিবাইক চলাচল করে প্রতিনিয়ত জীবিকার জন্য চলাচল করতে হয়। এই চলাচলের বড় ধরনের ভোগান্তির কারণ হতে হচ্ছে প্রতিনিয়ত জন সাধারণকে। স্থানীয় জনসাধারণের দাবি এলাকাবাসীর চলাচলের সুবিধার্তে এই রাস্তাটি দ্রæত সংস্কার করা হোক এমন দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।