বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা-আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে দেশ ব্যপী কর্মসুচির অংশ হিসাবে ৩রা অক্টোবর-২৩ সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সম্প্রীতি সভার আয়োজন করে।
সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগমসহ বিভিন্ন মানবাধিকার কর্মী ও সাংবাদিক গণ প্রমূখ। বক্তারা বলেন, ধর্ম যার-যার, রাষ্ট্র সবার। সাতক্ষীরা জেলা বর্তমানে প্রশাসনসহ সকলের সহযোগীতায় একটি শান্তি পুর্ণ জেলা হিসাবে পরিগণিত। এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতি অটুট। বিভেদকামী কিছু মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও এখানকার মানুষতা রুখে দিয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও জেলাতে শারদীয় দুর্গা পূজার সাড়ম্বর আয়োজন চলছে, আমরা আশা করবো গত বারের ন্যায় এবারও সনাতন ধর্মীয় দুর্গা পূজা সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনে সার্বজনীন দুর্গোৎসবে পরিণত হবে। মানববন্ধন ও সম্প্রীতি সভা থেকে দুর্গা পূজার সকল অনুষ্ঠানকে শান্তিপুর্ণ ভাবে পালন করার জন্য জেলা প্রশাসনসহ সকল মানুষের সহযোগীতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি