সুব্রত কুমার গোলদার, (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের জিসিএ প্রকল্পের আওতাভুক্ত নারী জীবিকায়ন দলের সদস্যদের আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৫৫ নং রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম প্রধান অতিথি হিসাবে মধুমতি এজেন্ট ব্যাংকের মাধ্যমে নারী জীবিকায়ন দলের সদস্যদের নগদ অর্থ বিতরণ শুভ উদ্বোধন ও বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় ইউপি সদস্য হাসমত ঢালী, প্রধান শিক্ষক রেখছোনা পারভীন, রিপন হোসেন, সোলাইমান গাজী, এজেন্ট ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার সরকার আমার মা বোনদের পানির কষ্ট লাঘবের জন্য অত্র ওয়ার্ডের প্রায় প্রত্যেক বাড়িতে পানি সংরক্ষণের জন্য জলাধার দিয়েছেন। সাথে সাথে এসমস্ত উপকারভোগীদের আর্থিক ভাবে স্বচ্ছল করার লক্ষ্যে নারী জীবিকায়ন দলের সদস্যদের নগদ ২হাজার ৫শ টাকা প্রদান করছেন।
এই টাকা দিয়ে উপকারভোগীরা তাদের সংসারে আয় বর্ধনমূলক কাজে ব্যয় করবে। পরবর্তীতে উপকারভোগীরা নিয়ম মেনে চললে সরকারি ভাবে এ প্রকল্প থেকে আরও অর্থ প্রদান করা হবে। সর্বপরি তিনি সরকারের এ উন্নয়ন মূলক কর্মকান্ড কে এগিয়ে নিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট চেয়েছেন। এর আগে ২নং ওয়ার্ডের সদস্যদের নগদ সহায়তা প্রদান করা হয়েছে। জানা যায়, খাজরা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে এ প্রকল্পের তালিকাভুক্ত ৪ শ ৭৪ জনকে এ সহায়তা প্রদান করা হবে।