কালিগঞ্জ প্রতিনিধি : উপজেলার কৃষ্ণনগরে দারুল হিকমা মাহমুদিয়া ফোরক্বানিয়া মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে মাদ্রাসাটির মুহতামিম মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলহাজ্ব আব্দুর রশিদ বিশ্বাসের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিশিষ্ট জনদের অংগ্রহনে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন মাওলানা মোবারক হোসেন, আব্দুর রাজ্জাক(বিডিআর), ডা: অয়ালিদ মুহতারাম, সাকিব জামান, অহিদুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।
সুধি সমাবেশ ও মতবিনিময় সভা থেকে আওলাদে রাসুল সৈয়দ মাহমুদ মোস্তফা আল মাদানি রহমতুল্লা স্মরণে বাৎসরিক ওয়াজ মাহফিল এর সিদ্ধান্ত ও হাজী আব্দুর রশিদ বিশ্বাস ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সব শেষে মাদ্রাসাটির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।