কালিগঞ্জ ব্যুরো : বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯.৩০ টায় বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে কালিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় সকল অফিস পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সদ্য পদোন্নতি প্রাপ্ত পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুশীলনের স্বেচ্ছাসেবক ও বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মাহমুদুর রহমান, এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিকী মিলন, ইন্টারনাল অডিটর রবীন্দ্রনাথ বিশ্বাস, হিসাবরক্ষক কৃষ্ণা কর্মকার, ও মনোতোষ হালদার, শ্যামনগর অফিসের ম্যানেজার সমর সিংহ, ভেটখালী শাখা ম্যানেজার সরজিত মন্ডল, কলারোয়া ম্যানেজার সুকুমার মন্ডল প্রমুখ। সভায় মাইক্রোক্রেডিট অথোরিটি রেগুলেটর আওতায় সঞ্চয় ও ঋণদান কর্মসূচির কার্যক্রমের প্রতিটি অফিসের সঞ্চয় ঋণ গ্রহণ ও আদায় বিস্তারিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।