যশোর অফিস : যশোরে নানা আয়োজনে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র্যালি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।