নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা সদর-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ৭ অক্টোবর শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা বৌ-বাজার এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিপলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় তিনি মাগুরা বৌ-বাজারের বিভিন্ন চায়ের দোকান, মুদি দোকান সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং পথচারীসহ সাধারণ মানুষের হাতে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিপলেট বিতরণ করেন। গণ সংযোগ কালে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ, মন্দির নির্মাণ করেছেন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ভ‚মিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর নির্মাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরেন। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবাও নৌকা প্রতিক কে বিজয়ী করতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইনতাজ আলী, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাংবাদিক মেহেদী আলী সুজয়, বশির আহমেদ, নিয়ামুতর রহমান স্বপন, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, বাবলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য কামরুনেসা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।