সুব্রত কুমার গোলদার, (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাজরা ইউনিয়ন শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ অক্টোবর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাজরা ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাজরা ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম।
আওয়ামী লীগ নেতা রিপন হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার এসআই আব্দুর রহিম ও সোহেল হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন খাজরা ইউনিয়নের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাজরা শাখার সাধারন সম্পাদক আশিশ মন্ডল, ইউপি সদস্য রামপদ সানা, খায়রুল ইসলাম, হাসমত ঢালী, রবিউল ইসলাম, মন্দির কমিটির সভাপতি উত্তম মন্ডল,বিকাশ চন্দ্র মন্ডল, আনন্দ মোহন দাশ, শিবপদ মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল, পশুপতি রায়, অনুপ কুমার সানা প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন দূর্গা পূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। মতবিনিময় সভায় প্রত্যেকটা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন,আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন, রেজিষ্টার অনুযায়ী পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনসহ নানাবিধ কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এ মতবিনিময় সভায় তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আমি পর পর তিন বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান। আমার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে খাজরা ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গা পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয় নি।
বরং প্রত্যেক মন্দিরের আমার পক্ষ থেকে সব সময় পূর্বের চেয়ে বেশি অনুদান দিয়ে আসছি। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন জঙ্গি সংগঠন যদি খাজরা ইউনিয়নে নাশকতা সৃষ্টি করতে আসে তাহলে প্রশাসনের পাশাপাশি আমার নেতা কর্মীদের সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। বিশেষ অতিথি আশাশুনি থানার এসআই আব্দুর রহিম বলেন, আশাশুনি থানার পক্ষ থেকে খাজরা ইউনিয়নের প্রত্যেকটা মন্দির সম্পূর্কে নিয়মিত খোঁজ খবর রাখছি।
ঝুকিপূর্ন কোন মন্দির থাকলে সংশ্লিষ্ট মন্দির কমিটির সাথে কথা বলে আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করব। সারা বাংলাদেশের ন্যায় খাজরা ইউনিয়নেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এবার খাজরা ইউনিয়নের ১৩টি মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। ৩নং ওয়ার্ডের গজুয়াকাটি গ্রামে এবার অতিরিক্ত জলাবদ্ধতার কারনে সেখানে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে না বলে জানা যায়।