শামীম রেজা : অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা পৌরসভার পূর্ব পাশের ৫ টি গ্রামসহ জলাবদ্ধতায় নিমজ্জিত ব্রহ্মরাজ পুর ইউনিয়নের শাল্যে, মাছখোলা, জিয়ালা, দামারপোতা, বড়দল, বাগডাঙাসহ বেশ কয়েকটি গ্রামের জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালীর নেতৃত্বে শনিবার ৭ অক্টোবর মাছখোলার ছাকলার ¯øুইসগেটের সামনের ভরাটকৃত মাটি খনন করে গেটের সন্মুখ উন্মুক্ত করে আংশিক খননকৃত বেতনা নদীর উপর দিয়ে নেহাল পুর ¯øুইসগেট হয়ে বিকল্প পথে পানি নিষ্কাসনের ব্যবস্থা করেছেন।
এসময় তার সাথে স্থানীয় জাকির হোসেন মিন্টু, আবুল খায়ের, রফিকুল ইসলাম, মফিজ সহ স্থানীয় শতশত লোকজন উপস্থিত ছিল বলে জানা গেছে। এসময় সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু ঘটনা স্থল পরিদর্শন করেন। বিকল্প পথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় জলাবদ্ধতায় ভুক্তভোগী হাজার হাজার মানুষ আশার আলো দেখছে এবং ব্রহ্মরাজ পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালীসহ সংশ্লিষ্ট সবাই কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।