৭ই অক্টোবর শনিবার সকাল ১১টায় ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবে সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ বি এম সেলিম, সিনিয়র সহ-সভাপতি এম এম আব্দুর রউফ, সহ সভাপতি নাজমুল রহমান রিন্টু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, সংগঠনিক সম্পাদক মোঃ সওকাত আলী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন মোল্লা প্রমুখ।
সার্বিক পরিচালনা করেন ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ জি এম আব্বাস উদ্দিন। সভায় সাধারণ সম্পাদক স্ব ইচ্ছায় তার পদ হতে পদত্যাগ করায় তার অব্যহতি প্রদান সহ সংগঠনের সংবিধান অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসেন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক শাহানারা খাতুন রিনা, নির্বাহী সদস্য রাশিদুজ্জামান শামীম, আবু জাফর, শরিফুজ্জামান সোহাগ, জি এম আব্দুর রহিম, আফজাল হোসেন, আজিজুল হক, তপন কুমার, আরজিনা খাতুন, উত্তম কুমার, ইউসুফ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি