হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর পৌর সভা ও উপজেলার ১৭টি ইউনিয়নে এবার ৯৯টি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি এবং সাজগোজ কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আগামী ২০ অক্টোবর থেকে ৫দিনব্যাপী ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়- আগামি ২৪ অক্টোবর (মঙ্গলবার) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি স্ব-স্ব পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মনিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী দাস বসু জানান- এবার পৌর সভা ও উপজেলার ১৭টি ইউনিয়নে মোট ৯৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির ও সাজসজ্জার কাজ অনেকখানি এগিয়ে নিয়েছেন। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে- উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গাপূজা আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই লক্ষ্যে প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। জানাগেছে- প্রতিবারের ন্যায় এবারও, পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরাও সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসী দাস বসু বলেন- আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং কোনো মন্ডপে ডিজে বাজনা থাকবে না বলে জানান তিনি।