বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : শনিবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় কালিগঞ্জ নিজ নির্বাচনী এলাকা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরণ করা হয়।
পরে নেতা কর্মীদের উপস্থিতিতে উন্নয়ন প্রচারে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারন সম্পাদক এনামূল হোসেন ছোট, বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, মথুরেশপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার সরদার, মৌতলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ উজ্বল, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম, কুশুলিয়া ইউনিয়ন যুবলীগের সা:সম্পাদক সোহাগ খান, বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুল্যাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সমর্থকবৃন্দ।