সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন যশোরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। রবিবার (৮ অক্টোবর) বিকালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর সমীর কুমার কুন্ডু ও স্কুল পরিদর্শক প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম। উক্ত সভাটি পরিচালনা করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সজীবুদৌল্লা। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলা পারভীন সেজুঁতি।