শামীম রেজা : সাতক্ষীরা সদর উপজেলার রায়পুরে ১ লক্ষ টাকা যৌতুকের দাবিতে পিটিয়ে স্ত্রীর হাত ভেঙে দেওয়ায় খবর পেয়ে জামাতার নিকট শ্বশুর জানতে গেলে তাকেও পিটিয়ে মাথা ফাটিয়ে এবং হাত ভেঙে দেওয়ায় স্থানীয়রা তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, রায়পুর গ্রামের মোঃ দাউদ আলীর কন্যা নাছিমা খাতুনের সাথে আনুমানিক ৩ বছর পূর্বে পাশ্ববর্তী কুশোডাঙ্গা গ্রামের জনৈক শরীফুল ইসলামের বিয়ে হয় এবং তাদের ২ বছর বয়সী একটা পুত্র সন্তান আছে। কিন্তু যৌতুক লোভী জামাতা শরীফুল ইসলাম বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী নাছিমা খাতুনকে মারধরসহ শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। বিষয় টি নিয়ে বিজ্ঞ আদালতে একটি যৌতুক মামলা হলে আদালত থেকে উক্ত শরীফুল ইসলাম মিমাংসার শর্তে জামিন নিয়ে কিছু দিন ঘরসংসার করতে থাকে।
কিন্তু যৌতুক লোভী জামাতা শরীফুল ইসলাম পুনঃ বিভিন্ন অজুহাতে তার স্ত্রী নাছিমা খাতুনের নিকট ১ লক্ষ টাকা যৌতুক দাবি করলে তার গরীর শ্বশুর মেয়ের সুখের কথা চিন্তা করে প্রতিবেশি এক ব্যক্তির নিকট থেকে ২০ হাজার টাকা ধার করে জামাতা শরীফুল ইসলামের নিকট প্রদান করে। গত৭ অক্টোবর শনিবার বিকেলে শরীফুল ইসলাম যৌতুকের অবশিষ্ট ৮০ হাজার টাকা নিয়ে তার স্ত্রী নাছিমা খাতুনের সাথে তর্কে জড়িয়ে পড়লে তার গরীব পিতার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না বলে সাফ জানিয়ে দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে শরীফুল ইসলাম তার স্ত্রী নাছিমা খাতুন কে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়ে আটকে রাখে।খবর পেয়ে নাছিমার পিতা দাউদ আলী তার জামাতার নিকট জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকেও পিটিয়ে মাথা ফাটিয়ে এবং ডান হাত ভেঙে দেয়। এসময় স্থানীয়রা তাদেরকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছেন। রবিবার ৮ অক্টোবর দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের বেডে শুয়ে কান্না বিজড়িত কন্ঠে এভাবেই এ প্রতিনিধিকে ঘটনার বর্ননা দিচ্ছিলেন ভিকটিম নাছিমা খাতুন ও তার পিতা দাউদ আলী।
বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ কিংবা পুলিশকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ভিকটিম নাছিমা খাতুন ও তার পিতা দাউদ আলী ফ্যালফ্যাল করে তাকিয়ে বলেন- টাকার অভাবে গতকাল থেকে ঔষধ কিনতে পারিনি থানায় কি করে যাবো। সচেতন মহল এব্যাপারে অবিলম্বে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।