রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

৬ দফা দাবিতে উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৮, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ

আলতাফ হোসেন বাবু : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপক‚লীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবিতে “উপকূলের মানুষের ইশতেহার” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরা জেলার অয়োজনে ও বেসরকারি সংস্থা ব্রেড ফর দ্যা ওয়াল্ড, লিডার্স এর সহযোগিতায় ০৭ অক্টোবর শনিবার সকাল ১১টায় শহরের কোরাইশী ফুড পার্কে “উপক‚লের মানুষের ইশতেহার” শীর্ষক উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

জলবায়ু অধিপরামর্শ ফোরাম সাতক্ষীরা জেলার আহবায়ক সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল অহেদ, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, জেলা নাগরিক কমিটির আহবায়ক, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, জেলা জাসদের সভাপতি ওবায়েদুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, জেএসডি নেতা সুধাংশ শেখর সরকার, অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, এ্যাড. মনির উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাংবাদিক মমতাজ আহমেদ বাপি, সিপিবি সভাপতি আবুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, দেশটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, দৈনিক পত্রদূত এর ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা মুনছুর রহমান, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক জোন্সনা দত্ত, গণফোরাম সাতক্ষীরা জেলা সভাপতি আলীনুর খান বাবুল, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, উপক‚লীয় এলাকার নাগরিক হাবিবুল্লাহ গাজী, পারুল আকতার, কৃষক রঞ্জন রপ্তান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এ্যাড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আশেক-ইলাহি, চ্যানেল টোয়েন্টিফোর টিভির আমেনা বিলকিস ময়না, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, গীতিকার মোকাম আলী খান প্রমুখ। উপক‚ল সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। যদিও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান খুবই সীমিত কিন্তু জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও উপক‚লের মানুষ।

ভৌগোলিক অবস্থা, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দীর্ঘমেয়াদী লবণাক্ততা প্রভৃতির কারণে জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান সংকটে রয়েছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপক‚লীয় এলাকার মানুষ। জীবনের তাগিদে মানুষ তাই উপক‚ল ত্যাগ করছে। দেশের অবকাঠামো ও অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হলেও উপক‚ল রয়ে গেছে উপেক্ষিত। এই সংকট উত্তরণে উপকূলের প্রান্তিক মানুষ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিগণ দীর্ঘদিন সংগ্রাম করছে।

দীর্ঘমেয়াদী এই সংকট মোকাবেলা করার জন্য দরকার রাজনৈতিক প্রতিশ্রæতি ও উদ্যোগ। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি উপক‚লীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবী জানানো হয়। লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন।

তিনি বলেন উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার। দবীর মধ্যে রয়েছে ১. উপক‚লীয় অঞ্চলগুলোকে দুর্যোগ প্রবন এলাকা ঘোষণা করা, ২. উপক‚লীয় উন্নয়ন বোর্ড গঠন, ৩. নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা, ৪. একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ, ৫. উপক‚লের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা এবং ৬. স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন: নির্মাণ ও ভঙ্গুর ¯øুইচগেট মেরামত করতে হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবস পালনে পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের প্রস্তুতি সভা

কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্ততি সভা

বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনার উন্নত পরিবেশ লক্ষ্যে কর্মশালা

আলিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটরসাইকেল প্রতিকে গণসংযোগ

তালায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

আমরা জেগে উঠি তবেই সমাজ পরিবর্তন হবে – জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-১

বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসা পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম

কালিগঞ্জ ভ্রাম্যমান আদালতে অবৈধ ব্রাদার্স ব্রিকস উচ্ছেদ অভিযান শুরু

শিক্ষকতা জীবনের পরিসমাপ্তিতে মাও. মোহাম্মদ আলীকে বিদায় সংবর্ধনা