তাসকিন আহমেদ, কুলিয়া প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম। ৮অক্টোবর রবিবার বিকাল ৪টার সময় শশাডাঙ্গা দাখিল মাদ্রাসা অফিস কক্ষে সভায় মাদ্রাসার সভাপতির প্রস্তাব করলে অভিভাবক সদস্য মনিরুল ইসলামের প্রস্তাবে সকল অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা সহ উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সাংবাদিক শহিদুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় পর্যবেক্ষন করেন, দেবহাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও দেবহাটা উপজেলার আইসিটি অফিসার ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য আবু সাঈদ, আঃ রাজ্জাক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা তরিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি, আদিত্য কুমার, ইসমাইল হোসেন, রাবেয়া খাতুন। সভাপতি শহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কুলিয়া ইউনিয়ন প্রতিনিধি এবং সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) শাহিদুর রহমান।