সকাল ডেস্ক : খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গত ০৭ অক্টোবর খুলনা রেঞ্জের অভিভাবক সম্মানিত ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় একটানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড করায় ০৮ অক্টোবর সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, ওসি(ডিবি), ডিআইও-১(ডিএসবি), সাতক্ষীরা।