শিমুল পাল, বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় অতি বর্ষণের ফলে প্লাবিত হয় বুধহাটা, কুল্যা সহ আশে পাশের কয়েকটি লোকালয়। জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর, প্লাবিত হয় লোকালয়, ডুবে গেছে রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসলি জমি। প্লাবিত বদ্ধ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ।
বেতনা নদী খনন কাজ বন্দ থাকার ফলে অত্র এলাকার পানি নদীতে নিষ্কাশন না হওয়ার বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম প্রথম দফায় বুধহাটা পূর্ব পাড়া পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের জন্য সেচ কাজের জন্য ৫০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পরবর্তীতে তড়িৎ পানি নিষ্কাশনের জন্য দ্বিতীয় দফায় বুধহাটা পশ্চিমপাড়ায় খনন কাজের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে অতিবৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এমপি মনোনয়ন প্রত্যাশী এবিএম মোস্তাকিম বলেন, আমি বুধহাটা ইউনিয়নেরই সন্তান। এই এলাকার মানুষ আমার প্রতিবেশী এবং আপনজন। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি কোন মানুষ গৃহীন থাকবে না, কেউ জলাবদ্ধতাই থাকবে না, কেউ অনাহারে থাকবে না। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বুধহাটা এলাকার সাধারণ মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য।
বুধহাটা ও কুল্যা এলাকার মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে যা যা করণীয়, তাই করা হবে বলে ঘোষণা দেন এমপি মনোনয়ন প্রত্যাশী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। খাল খনন কালে বুধহাটা ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, বুধহাটা যুব কিশোর ও সংসদের সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক ঢালী, কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, সমাজসেবক নিছার উদ্দিন সহ অত্র এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই ড্রেন খনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা এলাকার বদ্ধ পানি অতি দ্রæত এ ড্রেন দিয়ে নিষ্কাশন হবে বলে জানান স্থানীয়রা।