মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় পাইকগাছা পৌর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌর আহŸায়ক ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু।
সম্মানিত অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পৌর কমিটির সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, পৌর সদস্য সহকারী অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ড সভাপতি কেসমত আলী, ৩ নং ওয়ার্ড সভাপতি মোক্তার গাজী, ৮নং ওয়ার্ড সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বিভিন্ন ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আজিজ গোলদার, মো. বারেক গাজী, মো. নজরুল, সুজন কুমার সানা, মো. আজিজুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. আ. গফুর গোলদার, সদস্য রঞ্জন কুমার মন্ডল, পরেশ চন্দ্র মন্ডল, যুবলীগ নেতা রেজাউল হক, পবিত্র মন্ডল, জগদীশ চন্দ্র রায়, মো. মিজানুর রহমান সহ অনেকে।