জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপক‚লীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে বলেছেন। আমাদের সাতক্ষীরা ১টি উপক‚লীয় এলাকা।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে গাছের চারা রোপণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে উপহার পাঠাচ্ছেন -বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য, শেখ এজাজ আহমেদ স্বপন। ১২ অক্টোবর বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা প্রদান করেন তিনি।
আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল মেম্বর, সচিব, গ্রাম পুলিশ, উপস্থিত এলাকা বাসির জন্য গাছের চারা প্রদান করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। শতাধিক গাছের চারা গ্রহন কালে উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন চেয়ারম্যান মো: কবীর হোসেন মিলন, সচিব মো: আলকাজ আলী, মেম্বর মাসুদ রানা, মো: শহিদুল ইসলাম, মো: আসারুল ইসলাম, হুমায়ুন কবীর, মো: মনিরুজ্জামান, মো: তরিকুল ইসলাম, মো: মজনুর রহমান, মো:মোছাফুর রহমান, মো: সামছুর রহমান ও গ্রাম পুলিশের সদস্যরা।
উপস্থিত এলাকা বাসির হাতে গাছের চারা তুলে দেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবীর হোসেন মিলন। গাছের চারা গ্রহন কালে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কবীর হোসেন মিলন,’ “জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা প্রদান করার জন্য শেখ এজাজ আহমেদ স্বপকে ধন্যবাদ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি