শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ও কুশোডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তার কার্পেটিং করণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ) সকালে পর্যায়ক্রমে প্রধান অতিথি হিসেবে এ সব রাস্তার কার্পেটিং করণের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আলী গাজী প্রমুখ। দীর্ঘদিন অবহেলিত রাস্তা পাকা করণের উদ্বোধন করায় এলাকাবাসীর পক্ষ থেকে এমপি কে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় এলাকার সকল নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।