মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২৩ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটা বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা – ৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইমরুল কায়েস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বিআরডিবি’র সঞ্জয় কুমার মন্ডল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাব সভাপতি অ্যাড. এফএম এ রাজ্জাক। বক্তৃতা করেন রেডক্রিসেন্ট সোসাইটির মো. ইলিয়াস, সুশিলনের আরিফুন্নেচ্ছা শীলা, সিপিপি’র নেত্রী শেখ জুলি।
এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌরসভা সিপিপি’র কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, দেলুটিতে অনুরূপ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।