শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

অসহায় বৃদ্ধাকে খাদ্য সহায়তা দিলো নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৪, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

এএফএম মাসুদ হাসান, শ্যামনগর : শ্যামনগর উপজেলার নূরনগরে অসহায় বৃদ্ধা ভিক্ষুক সাকিনা বেগম(৭০)কে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। জানা যায়, অসহায় সাকিনা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। গত বছর রোড এক্সিডেন্টে পা ভেঙে মেয়ের বাড়িতে খুবই মানবেতর জীবনযাপন করছে।

উনি নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ঢালি পাড়া বসবাস করেন। এই অসহায়ত্বের খবর জানতে পেরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় এই মায়ের জন্য আর্থিক সহায়তার আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসী একজন আপুর পাঠানো ২৫০০ টাকা দিয়ে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

১৪ অক্টোবর শনিবার দুপুর ১টায়, আসহায় সাকিনা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের নিকট খাদ্য সহায়তা প্রদান করেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন, সদস্য মোঃ শফিকুল ইসলাম, আরাফাত হোসেন, নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন প্রমুখ। এসময় শেখ আল মামুন বলেন, অসহায় এই মায়ের জন্য খাদ্য সহায়তা প্রদান করতে পারার ক্ষুদ্র চেষ্টা করেছে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। এভাবে প্রতিটি মানবতার কাজ সফল করার জন্য যাহারা সহযোগিতা পাঠিয়ে আমাদের পাশে ছিলেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর