আশাশুনি ব্যুরো : আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম বরণ চক্রবর্তী। এছাড়া BRCCAPSL এর প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, কৃষিবিদ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, হিসাব রক্ষক উত্তম কুমার দাশ বক্তব্য রাখেন।