নিজস্ব প্রতিনিধি : ৪৩ পেরিয়ে ৪৪-এ পা রাখলেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম। ১৫ অক্টোবর ছিল তাঁর ৪৪তম জন্মদিন। ১৯৮০ সালের ১৫ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা করেন। ১৯৯৬ সাল থেকে তিনি দৈনিক পত্রদূতে সাংবাদিকতা করেন। ২০০১ সালে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন।
তাঁর ৪৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার সন্ধ্যায় দৈনিক পত্রদূত অফিসে তাঁর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সহকারী সম্পাদক সাখাওয়াতউল্যাহ, চীফ রিপোর্টার মো. আব্দুস সামাদ, বাংলা নিউজ টোয়েন্টিফোর-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, উন্নয়নকর্মী মাহিদা মিজান, দৈনিক পত্রদূতের অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হক, সাংবাদিক এমএ মাজেদ, শামীম আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, গোলাম হোসেন প্রমুখ।