আশাশুনি প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশাশুনি প্রেসক্লাব হলরুমে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রেসক্লাবের ২৯জন সদস্য তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে জি এম আল ফারুক ১৫টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সমীর রায় ১৪টি ভোট পায়। গত ২৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক পদে এস কে হাসান এবং সাংগঠনিক পদে প্রভাষক আশিকুর রহমান আশিক নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইর্ডি অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, পোলিং অফিসার ছিলেন একই অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় ও গোলাব রব্বানী। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আশাশুনি থানার এস আই আব্দুর রহিম ও এ এস আই আব্দুল আলিম। নির্বাচন পর্যবেক্ষন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম রবণ চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন প্রমুখ।