মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুরে উদয় বিশ্বাস (৪২) নামে এক কলেজ প্রভাষক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার সকাল প্রায় ৭টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। নিহত উদয় উপজেলার পাচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে উদয় বিশ্বাস বাড়ি পাশে টেকরঘাট বাজার থেকে সওদা কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সন্নিকটে পৌছালে তার পিছনের দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল আসা দূর্বৃত্তরা পিছন দিক থেকে তাকে গুলি করে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু ঘটেছে।
ঘটনার এলাকায় গুনঞ্জন উঠেছে টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স¤প্রতি তিনজন কর্মচারী নিয়োগ হয়েছে। যে নিয়োগে মোটা অংকের অর্থ বাণিজ্যকে কেন্দ্র করে এ হত্যাকাÐ ঘটতে পারে। স্থানীয় নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন নিহত’র সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদয় বিশ্বাস টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও নেহালপুর স্কুল এন্ড কলেজের সংস্কৃত বিষয়ের সিনিয়র প্রভাষক এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
তিনি আরও বলেন, তার জানামতে উদয় বিশ্বাস সকলের সাথে খুব খোলামনে চলাফেরা করতেন এবং তার কোন শত্রæ ছিলো না। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্লু উদঘাটনের জোর চেষ্টা চালানো হচ্ছে।
এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার, মণিরামপুর এএসপি সার্কেল, যশোর ডিবি পুলিশ ও র্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহতর মরদেহ খুলনা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ছিলো ময়নাতদন্তের জন্য।