মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে বিশ্বাসী দল নয়। পেশিশক্তি ও বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যেতে বিশ্বাসী না আওয়ামী লীগ। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। জনগনের ভোট-ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় যাবে।
সোমবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার। এ জন্য তিনি সারাজীবন লড়াই-সংগ্রাম করেছেন।
কিন্তু জীবদ্দশায় অল্প সময়ের কারণে পারেননি অনেক কিছু করতে। একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স›দ্বীপ ঘোষের পরিচালনায় এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, মিকাইল হোসেন, অনন্ত দেবনাথ, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, আইন বিষয়ক সম্পাদক সুব্রæত ব্যানার্জী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর আদম আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা।