জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইউনাইটেড একাডেমী স্কুলের (প্রতাপনগর আশাশুনি-সাতক্ষীরা) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক ব্যবস্থ্যপনায় প্রতাপনগর ইউনাইটেড একাডেমী স্কুলের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বৃক্ষরোণ কর্মসূচি পালিত হয়।
১৯ অক্টোবর বৃহস্পতিবার প্রতাপনগর ইউনাইটেড একাডেমী স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ৫০০ টি গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু দাউদ ঢ়ালি, চেয়ারম্যান ১০ নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: কামরুজ্জামান, সভাপতি ইউনাইটেড একাডেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ এজাজ আহমেদ স্বপন, (বাংলাদেশ আওয়ামী লীগ, সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য)। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড একাডেমী স্কুলের প্রধান শিক্ষক, জয়দেব কুমার, সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম, শহিদুল্লাহ, সুপা রানী দাশ, সুপদ কুমার, লিপিকা মন্ডল সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং কর্মচারি বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি