হেলাল উদ্দিন, রাজগঞ্জ : ষষ্ঠীপূজার মধ্যোদিয়ে শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ সার্বজনীন পূজা মন্দির আলোকসজ্জা, আরতি প্রতিযোগীতা থাকবে এবছর। ব্যাপক সাজসজ্জা ও নিরাপত্তার মধ্যোদিয়ে অনুষ্ঠিত হবে রাজগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে দুর্গাপূজা।
রাজগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সুকেশ চন্দ্র দাস জানান- আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এবছর রাজগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যোদিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আশা করছি। এপূজা উপলক্ষে ইতিমধ্যে রাজগঞ্জ এলাকায় বইতে শুরু করেছে উৎসবের আমেজ। তিনি আরো জানান- পূজা মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার জন্য আনছার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবকদল সহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য সার্বক্ষণিক উপস্থিত রয়েছে।