নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার নবগঠিত আগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর)সন্ধ্যায় ইউনিয়নের বাবুলিয়া বাজারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন যুবলীগের আহবায়ক সামছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক ফয়সাল আহম্মেদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।
সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হাসান, সাধারণ-সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, যুবলীগ নেতা জাহিদ হাসান বাপ্পী, বাবুলিয়া বাজার কমিটির সভাপতি শওকত আলী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আবহায়ক আব্দুল হাকিম, সাদুজ্জামান জনি, সদস্য আবু জাফর, রবিউল ইসলাম, বাবুল হোসেন, শাহিন হোসেন, শাহাবাজ হোসেন রাব্বী, কামরুজ্জামান, সাঈদ হোসেন, নাজমুল হোসেন, জহিরুল ইসলাম, সুমন হোসেন, তরিকুল ইসলাম, শাহজাহান আলী, মশিউর রহমান, ইয়াকুব আলী, মামুন হোসেন, আসমত উল্লাহ্, নুর ইসলাম প্রমুখ।