নিজস্ব প্রতিনিধি : আগামী ৯ নভেম্বর খুলনায় জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে ব্রহ্মরাজপুর ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আগামী ৯ নভেম্বর খুলনাতে জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানান এমপি রবি। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজারে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম প্রমূখ। এসময় দলীয় ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।