শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরার কৃতি সন্তান তাইকোয়াড প্রতিযোগিতায় কিশোর সারহান রাইহান দশটি দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। সাতক্ষীরা কুকরালি গ্রামের কিশোর সারহান রাইহান তাইকোয়াড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ গ্রহণ করে দশটি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, যা দেশের জন্য গৌরব।
সারহান রাইহান কুকরালি গ্রামের ইমরান হোসেন রানা ও মারিয়া মম টুম্পার বড় পুত্র। সারহান রাইহানের দাদা কুকরালি গ্রামের খালেক গাজীর পৌত্র। গত মাসে রাইহান বাংলাদেশের মধ্যে শিশু কিশার তাইকোয়াড প্রতিযোগিতায় প্রথম হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর নিকট হতে স্বর্ণ পদক ও সনদ লাভ করে।