আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সনাতন ধর্ম জাগরনী সংঘের সপ্তবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বদরতলা সরকারি প্রাইমারি স্কুল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংঘের সভাপতি কানাই লাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ. ম রুহুল হক এমপি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংঘের উপদেষ্টা আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল, ফ্রান্স প্রবাসী দীপক ঢালী, ঐক্য পরিষদ নেতা ও কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কাশিনাথ মন্ডল, আশাশুনি কৃষি ব্যাংক ম্যানেজার রাম প্রসাদ বিশ্বাস, সিডর পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কমল কান্তি মুখ্যাজী, সংঘের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, হরেন সরকারর, সভাপতি ডাঃ অসীম কুমার বিশ্বাস, বিকাশ সরকার, ঠাকুরপদ ঢালী, মৃত্যুঞ্জয় ঢালী, অসীম কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সনাতন ধর্ম জাগরণী সংঘের বাইশটি বিদ্যাপিটের শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।