নিজস্ব প্রতিনিধি : মহাউৎসবের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। রবিবার ২২শে অক্টোবর মহাঅষ্টমীতে বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন পলাশপোল সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত পরিতোষ চক্রবর্তী, মন্দির কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধাডা. সুশান্ত ঘোষ, সভাপতি অসীত কুমার মল্লিক, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ বসু, অর্থ সম্পাদক রূপ কুমারমন্ডল, সাহিত্য সম্পাদক অরুণ কান্তি সানা। এছাড়া উপস্থিত ছিলেন প্রবীর মূখার্জী, জয়দেব মল্লিক, বাসুদেব বৈদ্য, সুবির বসু, নারায়ণ দাস, মনোরঞ্জন কর্মকার, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম প্রমুখ।