খুলনা অফিস : ধর্ম যার যার, রাষ্ট্র সবার- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ভাবনাকে ধারণ করে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষে খুলনার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
শনিবার ২১অক্টোবর বিকাল ৩টায় খুলনা মহানগরীর দৌলতপুর থানার ঋষিপাড়া পূজা মন্ডপে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন খুলনা জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। খুলনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথের সভাপতিত্বে এবং খুলনা মহানগর শাখার সদস্য সচিব সত্যানন্দ দত্তের সঞ্চালনায় উক্ত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ বদরুল আনাম খান, শেখ সাদী, আশরাফুল আলম নান্নু, কেন্দ্রীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ, দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মুরশিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, সুজানা জলি, দীপক কুমার সরদার, ব্রজেন ঢালী, তপন কুমার ঘোষ, উজ্জল দাস, ইঞ্জিঃ মানষ মন্ডল, অমিত মল্লিক, প্রভাষ মন্ডল, দেবদাস বিশ্বাস, চন্দ্রজিৎ বৈরাগী বিশ্বজিৎ, গোলদার নিতাই দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এসময় এ্যাড. শফিকুল আলম মনা বলেন, খুলনা-৩ তথা খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার মা, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল করোনা মহামারি থেকে শুরু করে সকল বিপদেআপদে ধর্ম,বর্ণ নির্বিশেষে এই এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন। এজন্যই তিনি মানবিক জননেতা উপাধি লাভ করেছেন। মুসলিমদের ঈদ, হিন্দু স¤প্রদায়ের দূর্গা পূজা উৎসব ও খ্রিস্টানদের বড়দিনে অতীতের ন্যায় ভবিষ্যতেও তিনি এই এলাকার মানুষের পাশে থাকবেন বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।