কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পূজার শুরু থেকে সর্বদা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও উপজেলা সহকারী (ভ‚মি) কর্মকর্তা মোঃ আজাহার আলী।
দুর্গোৎসবের মহা নবমীতে সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকেই উপজেলার বিষ্ণুপুর, কৃষ্ণনগর, দক্ষিণ শ্রীপুর ও কুশুলিয়া ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ডপ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময়ে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।