ই.এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : সাতক্ষীরা -আশাশুনি সড়কে মারাত্মক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা থেকে আশাশুনি যাওয়ার পথে উপজেলার সীমান্তবর্তী ঘোলঘোলা নামক স্থানে দ্রæতগামী একটি ইঞ্জিন চালিত নসিমন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
ভ্যানের নিচে চাপা পড়া এক ব্যক্তির হাত ভেঙে যায় ও অপর এক জনের পায়ে মারাত্মক ক্ষত হয়ে যায়। তাৎক্ষণিক তাদেরকে পার্শ্ববর্তী একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।