মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ঘূর্ণিঝড় হামুনে বেড়িবাঁধ ভাঙনে আতঙ্কে উপকূলবাসী, ঝুঁকিপূর্ণ ৩৫ পয়েন্ট নিয়ে শঙ্কা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২৪, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ

বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরের উপক‚লে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপকূলীয় শ্যামনগর উপজেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শুরু হয়েছে হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি। নিম্নচাপটি মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রুপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশের উপক‚লে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এদিকে হালকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি সময় এগিয়ে আসায় উপক‚লবাসীর আতঙ্ক বেড়েছে। নিম্নচাপের প্রভাবে জেলার শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, খোলপেটুয়া, ও চুনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতেকরে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার কয়েক লাখ মানুষ।

এছাড়া সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টের প্রায় ২৯৯ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। শ্যামনগরে ৩৫০ কিলোমাটারের বাঁধের মধ্যে ৫টি পয়েন্ট খুবই ঝঁকিপূর্ণ। বাকি কয়েকটা ঝুঁকিপূর্ণ স্থানে কাজ চলমান। এদিকে, উপজেলার ভেটখালি, হরিনগর, মুন্সিগঞ্জসহ পাশ্ববর্তী অনেক এলকার বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক।

আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি বিভিন্ন স্থানে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে এসব এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে এলাকাবাসীর মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। শ্যামনগর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১৬৩ সাইক্লোন সেল্টার প্রস্তুতি রাখা হয়েছ।

এছাড়া পর্যপ্ত পরিমান শুকনা খাবার মওজুত রয়েছে। জানমাল নিরাপত্তার জন্যে ২ হাজার ৮ শত এর বেশি সিপিপি সদস্য ও ২ হাজারের মত বেসরকারি স্বেচ্ছাসেবী সদস্যরা প্রস্তুত রয়েছে। দ্বীপ ইউনিয়ন গাবুরার আল হুদা মালি জানান, উপক‚লীয় এলাকা নদীবেষ্টিত। এখানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে প্রতিনিয়ত দুর্যোগের সম্মুখীন হতে হয় তাদের।

সরকারি মহল থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও, তা বাস্তবায়ন করতে দেখা যায় না। যে কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে থাকেন তারা। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন বলেন, ঘূর্ণিঝড় হামুনে মোকাবেলার জন্যে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সকল ধারণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এব্যাপারে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, নি¤œচাপের প্রভাবে উপক‚লীয় জেলা সাতক্ষীরার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতোমধ্যে উপক‚লীয় অঞ্চলগুলোর ঝুঁকিপূর্ণ এলাকায় ৫ নম্বর মহাবিপদ সতর্কতা সংকেত অবলম্বন করতে বলা হয়েছে।

পরবর্তী সতর্ক সংকেত জানিয়ে দেওয়া হবে। শ্যামনগরে উপজেলার বেড়িবাঁধের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের এস ডি জাকির হোসেন জানান,শ্যামনগরে ৩৬০ কিলোমিটারের মত বেড়িবাঁধ আছে তার মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ হল ৫ টা পয়েন্ট। আর কিছু কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট কাজ চলছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো- ২) নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান বলেন, পাউবো-২ এর আওতাধীন বেড়িবাঁধগুলোর ভিতরে ২৯৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে, আমরা পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ করে রেখেছি। যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে তৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করা যাবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ঘোড়া প্রতিকে আবাদের হাটে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. সোহাগের গণ সংযোগ

বজ্রপাত নিরোধকল্পে তালের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সেঁজুতি এমপি প্রয়াত আ.লীগ নেতাদের কবর জিয়ারত করলেন

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি কাজী মনিরুজ্জামান ও শ্রেষ্ঠ ওসি মুহিদুল ইসলাম

শ্যামনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা

বুধহাটার জলাবদ্ধতা নিরসনে তড়িৎ ব্যবস্থা নিলেন এবিএম মোস্তাকিম

জনগণের এই ভালোবাসা আমি চিরদিন মনিকোঠায় রাখবো : ইয়াকুব আলী

দিবা-নৈশ কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান

অধ্যক্ষ আবু আহমেদ’র সাথে জেলা যুবলীগ’র নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

খুলনায় ট্রেনের ধাক্কায় পিকআপের হেলপার নিহত