তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু স¤প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে ম-পগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন।
চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন পূজামনন্ডপ থেকে এক এক করে প্রতিমা কপোতাক্ষ নদে তালা মেলাবাজার এলাকায় আসে। বিকালে প্রতিমা নৌকায় তুলে নদীতে তা বিসর্জন দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রতিমা বিসর্জন দেখতে হাজারো মানুষ হাজির হন।
এছাড়া পাটকেলঘাটায়, ইসলামকাটি, মাগুরা,জালালপুর এবং খেশরা, খলিষখালি বাজার এলকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তালা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, এ বছর ১৯৬ টি পূজামন্ডপে দুর্গাপূজা হয়েছে। কপোতাক্ষ নদে বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম বলেন, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্ধ্যার মধ্যে দশমী পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।