নিজস্ব প্রতিনিধি : মহা উৎসবের মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। সোমবার ২৩শে অক্টোবর মহানবমীতে সন্ধা সাড়ে ৭টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাজুয়ারডাঙ্গী সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
পরিদর্শন কালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন খোঁজ খবন নেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বাজুয়াডাঙ্গী পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মন্ডল, মন্দির কমিটির সভাপতি ননী ঘোষাল মাখাল, তরনি মন্ডল, অজয় মন্ডল, আওয়ামী লীগ নেতাআব্দুস সালাম প্রমুখ।