কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা-০৪ আসনে চলছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রত্যেক মন্ডপে নেমেছে সনাতন ধর্মাবলম্বীদের ঢল। সোমবার (২৩ অক্টোবর) মহা নবমীর রাতে বিভিন্ন পূজামÐপ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিন।
সাতক্ষীরা (০৪) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লেনিন বলেন, আওয়ামী লীগ সরকার সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করেছে। সব মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করেছে। সবাই মিলে মিশে উৎসব উদযাপন করছে। শেখ হাসিনা সরকার সব ধর্মের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
দেশে ও জাতির উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ-সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বাবু ডালিম কুমার ঘরামী, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক ফজলুল হক, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, বাবু গৌতম কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু সাবুর আলী সাবু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন লিটন।
আটুলীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো: আবুল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আওয়ামী লীগ নেতা গাজী সাঈদুল আলম। গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো: আনারুল ইসলাম, জিয়াউর রহমান, এবং ইউনিয়ন উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার মন্ডল সাধারণ সম্পাদক তাপস কুমার মন্ডল সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।